
প্রকাশিত: Wed, Dec 28, 2022 4:03 PM আপডেট: Tue, Apr 29, 2025 11:40 PM
হাতিরঝিলের বাসা থেকে নারী সাংবাদিকের মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
মাসুদ আলম : রাজধানীর হাতিরঝিলের ভাড়া বাসা থেকে দ্য রিপোর্ট ডট লাইভের এসাইনমেন্ট এডিটর শবনম শারমিন মুক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার গভীর রাতে নিহতের বড় বোন বাদি হয়ে একটি হত্যা মামলা করেন। বুধবার ঢাকা মেডিকেলে তার মৃতদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তন্তর করা হয়। ঘটনার পর থেকে নিহতের স্বামী সাইদুল ইসলাম পলাতক রয়েছে।
হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মেজবা উদ্দিন বলেন, মঙ্গলবার রাতে সাংবাদিক শবনম শারমিনের বোন শবনম পারভিন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় সাংবাদিক শারমিনের স্বামী সাইদুল ইসলামকে আসামি করা হয়েছে। তার স্বামী একটি বেসরকারি টেলিভিশনের সাবেক সাংবাদিক সাইদুল ইসলাম।
তিনি আরও বলেন, গত মার্চ মাসে বড় মগবাজার ৩০৮ নম্বর বাড়ির পঞ্চম তলার একটি বাসা ভাড়া নেন তারা। মঙ্গলবার রাতে দরজা ভেঙে ভেতর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ৪-৫ দিন আগেই তার মৃত্যু হয়েছে। তার বাড়ি ঝিনাইদহ সদর উপজেলায়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শবনম শারমিনের ছোট ভাই ওমর রশিদ জানান, গ্রামের বাড়ি ঝিনাইদাহ সদর উপজেলায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। শবনমকে তার স্বামী শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। কারণ সাইদুল শবনমকে তালাক দেবার চেষ্টা করছিলেন। এজন্যই তার বোন আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। সম্পাদনা: খালিদ আহমেদ
আরও সংবাদ
[১]ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় ৫৫৫ জন নিহত
[১]কলেজ ছাত্রী মুনিয়াকে ধর্ষণ ও হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন বসুন্ধরার এমডি আনভীরসহ ৮ জন
[১]সুপ্রিমকোর্টে মারামারি: আইনজীবী যুথিসহ চারজনের আগাম জামিন
[১]জবির বরখাস্ত সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন নামঞ্জুর
[১]আদম তমিজী হককে আরারও রিহ্যাব সেন্টারে পাঠালো ডিবি
[১]পদ্মা নদীকে বালু খেকোদের কবল হতে রক্ষা করতে কঠোর অবস্থানে নাজিরগঞ্জ নৌপুলিশ
[১]ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় ৫৫৫ জন নিহত
[১]কলেজ ছাত্রী মুনিয়াকে ধর্ষণ ও হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন বসুন্ধরার এমডি আনভীরসহ ৮ জন

[১]সুপ্রিমকোর্টে মারামারি: আইনজীবী যুথিসহ চারজনের আগাম জামিন

[১]জবির বরখাস্ত সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন নামঞ্জুর
